Site icon Jamuna Television

ইথিওপিয়ায় মানবিক সহায়তা বন্ধ, খাদ্যের অভাবে বিপুল মৃত্যুর আশঙ্কা

ইথিওপিয়ায় মানবিক সহায়তা বন্ধ, খাদ্যের অভাবে বিপুল মৃত্যুর আশঙ্কা

ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে মানবিক সহায়তা বন্ধের কারণে না খেয়ে মারা যেতে পারে হাজার হাজার মানুষ। বুধবার ভয়াবহ এই শঙ্কার কথা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিদিনই অঞ্চলটিতে দুই এক জনের মৃত্যু হচ্ছে অনাহারে। আগামী কয়েক মাস এই ভাবে চলতে থাকলে সেই সংখ্যা পৌঁছাবে হাজার হাজারে।

সংস্থাটির দাবি, টাইগ্রেতে বসবাসকৃত কমপক্ষে ৩৮ লাখ মানুষের জন্য জরুরি মানবিক ও খাদ্য সহায়তা প্রয়োজন। মানবিক বিপর্যয় ঠেকাতে দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে রেড ক্রস।

গেলো নভেম্বরে বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফকে হঠিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। সেই সময় সরকারি বাহিনীর অভিযানে অঞ্চল থেকে প্রতিবেশি সুদানে আশ্রয় নেয় হাজারো মানুষ।

Exit mobile version