Site icon Jamuna Television

চলে গেলেন সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক

না ফেরার দেশে চলে গেলেন সিকদার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। বুধবার দুবাইয়ের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন জয়নুল হকের মৃত্যুতে যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি শোক জানিয়েছেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জয়নুল হক সিকদার ১৯৩০ সালের ১২ আগস্ট আসামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারের সঙ্গে তিনি বাংলাদেশে চলে আসেন।

Exit mobile version