Site icon Jamuna Television

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ

রাজধানীর লালবাগের কামাল বাগে বুড়িগঙ্গা নদীর যায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। একই স্থানে গতকালও উচ্ছেদ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। বেড়িবাঁধের পাশে টিনশেড ও পাকা ভবন ভেঙে দেয় কর্তৃপক্ষ। টিনশেড ঘরগুলোতে মূলত নিম্ন আয়ের মানুষের বসবাস। তাদের দাবি স্বাধীনতার পর থেকেই তাদের পূর্ব পুরুষেরা এখানে বসবাস করে আসছেন। বর্তমানে তারা বাড়ি তেরি করে বসবাস করছেন।

নদী রক্ষায় ২০১৯ সালের শুরু থেকেই এমন স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিটিএ। তাদের দাবি এখন পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগ তীরের ৮০ ভাগ যায়গা দখলমুক্ত করা হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্যের দখলে থাকা যায়গাতেও উচ্ছেদ অভিযান হয়েছে।

আজ বালুর ঘাট হতে কামালবাগ সংলগ্ন চেয়ারম্যান ঘাট পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীর ভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভরাট উচ্ছেদ ও অপসারণের কথা রয়েছে।

Exit mobile version