Site icon Jamuna Television

জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিল পদক্ষেপের প্রতিবাদে প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন

জিয়ার 'বীর উত্তম' খেতাব বাতিল পদক্ষেপের প্রতিবাদে প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম উপাধি বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শুরু করে দলটি। এতে শীর্ষ নেতারা অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন।

অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করা হচ্ছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করা ও খেতাব বাতিলের অধিকার কারো নেই। বাংলাদেশ থেকে কখনই জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন নেতারা।

স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার এবং মুক্তিযোদ্ধাদের হেয় করার অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান তারা।

Exit mobile version