Site icon Jamuna Television

মানবতাবিরোধী অপরাধে তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

এক বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের নয়জনের রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরমধ্যে তিন জনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের ২০ বছরের কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করছেন। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চারজনকে হত্যা, ৯ জনকে আটক করে নির্যাতনের চারটি অভিযোগ রয়েছে।

২০১৮ সালের ৩ মার্চ তাদের বিচার শুরু হয়। বিচারকাজ শেষ হয় গত বছরের ২৬শে জানুয়ারি। ৯ আসামির মধ্যে ৪ জন পলাতক রয়েছেন। ৫ জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। তবে রায়ের দিন পলাতক এক আসামি ট্রাইব্যুনালে হাজির হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, রায় ঘোষণা শেষ হলে সে আসল আসামি কিনা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Exit mobile version