Site icon Jamuna Television

আজ থেকে বন্ধ কোভিড-১৯ টিকা গ্রহণের স্পট রেজিস্ট্রেশন: স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে বন্ধ করে দেয়া হচ্ছে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্পট রেজিস্ট্রেশন। এখন থেকে শুধু মাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমেই ভ্যাক্সিন নেয়া যাবে।

বৃহস্পতিবার এমনটা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে স্পষ্ট রেজিস্ট্রেশন আবার চালু হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গুজবের তোয়াক্কা না করে জনগন ভ্যাক্সিন নিচ্ছে। যারা সব থেকে বেশি ভ্যাক্সিনের বিরোধিতা করেছে তারাই এখন আগে ভ্যাক্সিন নিচ্ছে।

Exit mobile version