ভারতের কৃষক আন্দোলন নিয়ে সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারের করা টুইটের সমর্থনে মিছিল করেছেন সমর্থকরা।
তার বাড়ির সামনে পোস্টার ও ব্যানার হাতে সমর্থন জানান তারা। এর আগে ভারতের চলমান কৃষক আন্দোলনে কৃষকদের সমর্থনে টুইট করেন আমেরিকান পপ তারকা রিহানা ও সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।
যা মানতে পারেননি শচীন টেন্ডুলকার। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বহিঃবিশ্বকে সতর্ক করে টুইট করেন তিনি। তার এই টুইট নিয়ে যদিও ভারতে চলছে সমালোচনা। এবার শচীনকে সমর্থন জানালো তার একদল ভক্ত।

