রাজধানীর ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ নিরোদ বরণ রায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে মগবাজারে দুই ট্রেনের ক্রসিংয়ের সময় তিনি ট্রেনের সামনে পড়ে যান। মরদেহ উদ্ধার করে প্রথমে মগবাজারে ইস্পাহানী কলেজে নেয়া হয়। এরপর সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়।
স্ত্রী ও এক কন্যা নিয়ে সদ্য অবসরে যাওয়া নিরোদ বরণ রায় কল্যাণপুর এলাকায় থাকতেন। কলেজে যাবার উদ্দেশে বাসা থেকে বরে হয়েছিলেন তিনি।
ইউএইচ/

