Site icon Jamuna Television

নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না সাকিব

ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে থেকে ছিটকে পড়েছে টাইগারদের অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির দেওয়া একবছরের নিশেদ্ধজ্ঞা কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামে সাকিব। তবে তৃতীয় ওয়ানডেতে বোলিং করার সময় কুঁচকির চোটে পরেন এই অলরাউন্ডার।

তারপরে বিসিবির পর্যবেক্ষেন থেকে টেস্টের জন্য প্রস্তুতি নেন সাকিব আল হাসান। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করলেও, বল করতে গিয়ে আবারও ইনজুরিতে পরেন সাকিব। এর পরে আর দ্বিতিয় ইনিংসে মাঠে নামেননি মিস্টার আল হাসান।

এই ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে দল থেকে তাকে বিশ্রাম দেয় বিসিবি। এর পরেই নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিতে বিসিবির কাছে ছুটির জন্য আবেদন করেন সাকিব আল হাসান।

সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারে আকরাম খান বলেন, আমরা আসলে নিউজিল্যান্ড সিরিজের পরে সাকিবকে পাওয়া যাবে। আমরা বোর্ড সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।

তার আবেদনের প্রেক্ষিতে ছুটি মনজুর করেছে বিসিবি। আর তাতেই নিশ্চিত হয় টাইগার ক্রিকেটের সুপারস্টারকে ছাড়াই নিউজিল্যান্ডে যেতে হবে টাইগাররদের।

Exit mobile version