Site icon Jamuna Television

পদ্মায় গোসল করতে নেমে ১ স্কুল ছাত্রের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঘুরতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পর বাপ্পি (১৫) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় রাসেল (১৪) নামের আরেক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাওয়া পুরানঘাট কান্দিচর সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে ৩টার দিকে বাপ্পির মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। নিহত বাপ্পি ও নিখোঁজ রাসেল কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মনিরুজ্জামান মনির জানান, ঢাকার কেরানীগঞ্জ থেকে ২৬ জন মানুষের একটি ভ্রমণ দল বৃহস্পতিবার লৌহজং পদ্মা নদীতে ঘুরতে আসে। দুপুর আড়াইটায় তাদের মধ্যে বেশ কয়েকজন গোসল করতে নামলে স্রোতের টানে ওই দুই স্কুল ছাত্র পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামলে বাপ্পির মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ছাত্র রাসেলকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version