Site icon Jamuna Television

আদালতে বিয়ে করে ধর্ষণ মামলায় জামিন পেলো যুবক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে আদালতে প্রেমিকাকে বিয়ে করে জামিন পেলো ধর্ষণ মামলার এক আসামি। আজ দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবী, মেয়ে ও ছেলে পক্ষের স্বজনরা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের কাঞ্চননগরের নাজমুল হোসেন ২ বছর আগে পার্শ্ববর্তী পবহাটি গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বছরের ১৫ জানুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে নাজমুল তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় ওইদিন নাজমুলকে আসামি করে একটি ধর্ষণ মামলা করা হলে সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

দীর্ঘ এক বছর কারাবাস করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের মাধ্যমে আসামি নাজমুলকে জামিন প্রদান করে আদালত। আসামিকে বিয়ের মাধ্যমে জামিন দিলেন জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু আহসান হাবিব।

ইউএইচ/

Exit mobile version