Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যা

হারিকেন হার্ভের প্রভাবে দেখা দেয়া বন্যায় ধুকছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিউস্টন শহর। এরইমধ্যে,  দুর্যোগ কবলিত এলাকা থেকে দুই হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

শহরের মেট্রো এলাকায় জারি করা হয়েছে জরুরী বন্যা সর্তকতা। টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, আড়াইশো সড়কে মোটরযান চলাচল স্থগিত করা হয়েছে। ১৯টি কাউন্টিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন তিনি। শুক্রবার, আঘাত হানা ক্যাটাগরি-ফোর হারিকেন হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টি-বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে হিউস্টন, ভিক্টোরিয়া, করপাস ক্রিস্টি শহর। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঘূর্ণিঝড়ের কারণে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে, ১৩ বছরের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে, হার্ভে।

Exit mobile version