Site icon Jamuna Television

জালিয়াতি করে ভর্তি, ঢাবির ৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদ। এছাড়া আরও দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ডিজিটাল জালিয়াতি ও অবৈধপন্থা অবলম্বন করে ভর্তি হওয়ায় শৃঙ্খলা পরিষদ সভায় সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও দুইজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে অসদুপায়ে ভর্তি হওয়ায় বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাবি প্রক্টর।

ইউএইচ/

Exit mobile version