Site icon Jamuna Television

পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ নম্বর দেয়ায় ঢাবির ৩ শিক্ষককে শাস্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে শাস্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদ। পরীক্ষার খাতায় অসঙ্গতিপূর্ণ নম্বর দেওয়ার অভিযোগে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিন শিক্ষকের বিরুদ্ধে এই সুপারিশ করা হয়েছে।

তিন শিক্ষক হলেন- অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমান, অধ্যাপক ড. গোলাম আজম এবং সহকারী অধ্যাপক মাইনউদ্দীন মোল্লা।

বৃহস্পতিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদ সভায় এ সুপারিশ করা হয়।

পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ নম্বরের কারণে ৩ বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে এই তিন শিক্ষককে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে।

ইউএইচ/

Exit mobile version