Site icon Jamuna Television

আবারও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানের তালিকায় বিএটি বাংলাদেশ

আবারও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে বিএটি বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ২০১৯-২০ কর বছরে দেশের অন্যতম সর্বোচ্চ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ট্যাক্সকার্ড ও সম্মাননা পেয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম এবং হেড অব এক্সটারনাল অ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদের হাতে একটি সম্মাননাপত্র, ক্রেস্ট এবং ট্যাক্স কার্ড তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিএটি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আরাফাত হুদা জায়গীরদার, সিনিয়র ম্যানেজার, ফিসক্যাল অ্যাফেয়ার্স এবং সরওয়ার আলম, কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজার, ট্যাক্সসেশন।

গত ৫ বছরে সরকারি কোষাগারে বিএটি বাংলাদেশ আয়কর খাতে প্রায় ৩ হাজার ৬ শত কোটি টাকা এবং মূসক খাতে প্রায় ৮৮ হাজার কোটি টাকারও বেশি জমা দিয়েছে।

ইউএইচ/

Exit mobile version