Site icon Jamuna Television

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ ১০ ব্যক্তি এবং ৩ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ত সোয়ে’সহ ১০ ব্যক্তি এবং ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করেন।

নিষেধাজ্ঞার তালিকায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছাড়াও রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সোয়ে তুত, প্রতিরক্ষামন্ত্রী সেইন উইন’সহ মোট ৮ জন। এর আগেই রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে দুই সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো অভ্যুত্থানের পর বৃদ্ধি করা হলো তাদের শাস্তির মেয়াদ।

এছাড়া, নিষেধাজ্ঞার আওতায় পড়েছে জেড এবং মূল্যবান পাথর উত্তোলনের সাথে জড়িত ৩টি প্রতিষ্ঠান। দেশটি থেকে পণ্য রফতানির ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন।

নতুন নিষেধাজ্ঞার ফলে, শত কোটি ডলারের মার্কিন তহবিলে ভাগ বসাতে পারবে না মিয়ানমার জান্তা। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বন্দি করে অং সান সুচি’সহ অন্তত ২০০ জনকে।

Exit mobile version