Site icon Jamuna Television

চট্টগ্রামে একটি ছিনতাইকারী গ্রুপের ৮ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে একটি ছিনতাইকারী গ্রুপের ৮ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে একটি ছিনতাইকারী গ্রুপের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে আগ্রাবাদের চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে তাদের ধরা হয়। এই গ্রুপটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলো বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বন্দুক ও তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে। এছাড়া পাওয়া গেছে ছিনতাইকৃত ৮টি মোবাইল ফোন। গ্রুপটির মূলত টার্গেট করতো বাসের মধ্যে দাড়িয়ে থাকা যাত্রীদের। এজন্য তারা ভোর এবং সন্ধ্যার সময়টা বেছে নিতো।

Exit mobile version