Site icon Jamuna Television

এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে অর্থ আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

তথ্যপ্রযুক্তি খাতের বৈদেশিক আয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে আনতে পারবেন ফ্রিল্যান্সাররা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের আইটি খাতের আয় দেশে আনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়,মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক এ খাতের বিদেশি আয় দেশে আনতে পারবে।

এতদিন কেবল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এ জাতীয় আয় দেশে আনার সুযোগ ছিল। এখন থেকে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনতে পারবে এমএফএস প্রোভাইডার কোম্পানিগুলো। যেটা আইটি খাতের রপ্তানিকারকদের ওয়ালেট হিসাবের মাধ্যমে ছাড় করানো যাবে। এ জন্য মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে, বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে।

Exit mobile version