Site icon Jamuna Television

প্রকল্পে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় উপ সহকারী প্রকৌশলীকে মারধর

প্রকল্পে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় উপ সহকারী প্রকৌশলীকে মারধর

ফেনীতে একটি প্রকল্পের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। গতরাতে সদর ভূমি অফিস প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী সমেশ আলী জানান, সদরের বিভিন্ন স্থানে ৫০টি টিউবয়েল স্থাপনের কাজ পায় ঠিকাদার হুমায়ুন কবীর। ভূমি অফিসে টিউবয়েল স্থাপনে অনিয়মের অভিযোগ পাওয়ায় সরেজমিন পরিদর্শনে যান সমেশ আলী। এসময় তাকে মারধর করা হয়।

এ ঘটনায় ঠিকাদার হুমায়ুনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ জনের নামে মামলা হয়েছে সদর থানায়।

Exit mobile version