Site icon Jamuna Television

এভারেস্ট জয়ের ভুয়া দাবি! নেপালে নিষিদ্ধ হলেন ৩ ভারতীয়

এভারেস্ট জয়ের ভুয়া দাবি! নেপালে নিষিদ্ধ হলেন ৩ ভারতীয়

তিন ভারতীয় পর্বতারোহীর ওপর নিষেধাজ্ঞা দিলো নেপাল। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ নিয়ে জালিয়াতির অভিযোগ তাদের বিরুদ্ধে।

অভিযুক্ত পর্বতারোহীরা হলেন- দলনেতা নাবা কুমার ফুকন, নরেন্দর সিং যাদব এবং সীমা রানী গোস্বামী।

নিষেধাজ্ঞার ফলে আগামী ছয় বছর নেপালের কোনো পর্বতে পা রাখতে পারবেন না তারা। এদের মধ্যে দু’জনের এভারেস্ট সামিট সার্টিফিকেটও বাতিল করেছে নেপাল সরকার।

২০১৬ সালে এভারেস্টের শীর্ষে পৌঁছানোর দাবি করেন নরেন্দর সিং এবং সীমা রানী। সে সময় তাদের সামিটকে স্বীকৃতিও দেয় নেপালের পর্যটন বিভাগ।

Exit mobile version