রাজবাড়ীর গোয়ালন্দে এক বাঘাইড় বিক্রি হয়েছে ৪০ হাজার ৮০০ টাকায়। মাছটির ওজন ৩৪ কেজি ২০০ গ্রাম। গোয়ালন্দের পদ্মা-যমুনার মোহনায় বড় আকৃতির এই মাছটি ধরা পড়ে।
শুক্রবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে সাদ্দাম প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।
সাদ্দাম প্রামাণিক মাছটি দেলোয়ারের আড়তে নিয়ে গেলে ১২শ’ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা এটি কিনে নেন।
ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছ কেনার জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে যাই। সেখানে গিয়ে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছটি দেখতে পাই। পরে আড়ত থেকে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেই। ১৩শ’ টাকা কেজি দরে মাছটি বিক্রি করবো।

