Site icon Jamuna Television

করোনার দুই ডোজ টিকা নিলে লাগবে না কোয়ারেনটাইন

করোনার দুই ডোজ টিকা নিলে লাগবে না কোয়ারেনটাইন

কোভিড নাইনটিন ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করলে ভ্রমণের সময় থাকবে না ১৪ দিনের কোয়ারেনটাইনের বাধ্যবাধকতা। এমনকি করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও মানতে হবে না এই শিষ্টাচার।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি (CDC) দেয় এ বিবৃতি। তাদের বক্তব্য- টিকাদানের কারণে ধীরে হলেও কমছে ভাইরাসের সংক্রমণ। তবে উপসর্গহীন কোভিড নাইনটিনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাই টিকা গ্রহনের পরও জনসম্মুখে মাস্ক পরিধাণ, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে- সিডিসি।

গবেষকদের দাবি, যতো বেশি মানুষ টিকাগ্রহণ করবেন শিথিল হবে এসব নীতিমালাও।

Exit mobile version