Site icon Jamuna Television

রংপুরে চোরাই মালামালসহ গ্রেফতার ৯

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরে চোরাই মালামাল উদ্ধার এবং ৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আব্দুর রশিদ প্রেস ব্রিফিংয়ে জানান, রংপুর মহানগরীর ধাপ এলাকার এক্সপ্রেস এগ্রো লিমিটেড আউটসোর্সিংয়ের অফিস থেকে বিভিন্ন ধরনের মালামাল চুরি হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া দুটি ল্যাপটপ, একটি মোবাইল নীলফামারী সৈয়দপুরে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী সংঘবদ্ধ চোরাচালান গ্রুপের সদস্য।

অন্যদিকে, রাতে রংপুর ড্রাগস অ্যান্ড কেমিক্যাল কো-অপারেটিভ সোসাইটি (আরডিসিসিএস লি:) এর পুরাতন ভবন বিল্ডিংয়ে দরজা জানালা, মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন শুভ মোহন্ত (৩৪), আমান হোসেন (২৩), শুভ মিয়া (৩৩), শহিদুল ইসলাম (৩৭), শান্ত রায় (৩৩), আরিফ মিয়া (২৮) এবং আরজু মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version