Site icon Jamuna Television

মেহেরপুরে মাথায় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মাথায় গাছ পড়ে নছিরন খাতুন (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নছিরন খাতুন সাহারবাটি কড়ইতলা পাড়ায় আব্দুল খালেকের স্ত্রী।

স্বজনরা জানান, প্রতিবেশী আজিজুলের ছেলে আক্তারুল কাঁঠাল গাছ কাটছিলো। গাছের পাতা নেওয়ার জন্য অন্যদের মত তার চাচি নছিরন খাতুন দাঁড়িয়ে ছিলো। এ সময় আকস্মিকভাবে মাথার ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version