Site icon Jamuna Television

এই উইকেটে রক্ষণাত্মক ব্যাটিংয়ের মনোভাব রাখা উচিত নয়: তামিম

তামিম ইকবাল ঢাকা টেস্টে ব্যাটিং শুরু করেছিলেন আগ্রাসীভাবে। যদিও ৬ রানের জন্য অর্ধশতক হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরেছেন তিনি। এই উইকেটে রক্ষণাত্মক ব্যাটিংয়ের মনোভাব রাখা উচিত নয় বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, খুব বেশি ডিফেন্সিভ মাইন্ডসেটে যাওয়া উচিত নয়। আপনি যদি রাশ শট খেলে আউট না হন, বলের মেরিট অনুযায়ী খেলেন, তাহলে এটা ঠিক আছে। দুর্ভাগ্যবশত আমি যেটায় আউট হলাম, সেটা ঠিক ছিল না।’

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ৫২ বলে ৪৪ রান করেন তামিম, হাঁকিয়েছেন ৬টি চার ও ১টি ছক্কা। যদিও আলজারি জোসেফের বলে শায়েনে মোসেলের হাতে ক্যাচ তুলে দিয়েছেন মিড উইকেটে।

ইউএইচ/

Exit mobile version