Site icon Jamuna Television

অনলাইন শপিং মেলায় ভ্যাট গোয়েন্দার হানা; ভ্যাট ফাঁকির মহোৎসব

রাজধানীর গুলশানের ‘ও প্লে’ রেস্টুরেন্টে আজ শুক্রবার অনলাইন শপিং মেলায় ভ্যাট গোয়েন্দার একটি দল অভিযান পরিচালনা করেছে। এতে ভ্যাট ফাঁকির মহোৎসব দেখতে পান গোয়েন্দা দল।

অভিযানে দেখা যায় অংশ নেয়া ১৯টির মধ্যে মাত্র ২টির ভ্যাট নিবন্ধন রয়েছে। তবে তারা নিয়মিত ভ্যাট ও রিটার্ন দেয় না।

অন্যদিকে, বাকি ১৭টির কোনো ভ্যাট নিবন্ধনই নেই। ভ্যাট আইন অনুসারে ভ্যাট নিবন্ধন না নিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা যায় না। অনলাইন কেনাকাটায় ৫% হারে ভ্যাট প্রযোজ্য এবং প্রতি মাসের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট অফিসে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।

ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, অংশ নেয়া সকলের বিরুদ্ধে ভ্যাট আইন লঙ্ঘনের কারণে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version