Site icon Jamuna Television

আবারও তুষারপাতের কবলে সৌদি

কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও তুষারপাতের কবলে পড়লো সৌদি আরব। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা প্রদেশে গেলো কয়েকদিন ধরেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করছিলো।

মঙ্গলবার শুরু হয় ব্যাপক তুষারপাত। সবচেয়ে বেশি বরফ পড়েছে তাবাব শহরে। মরুভূমিসহ পুরো পাহাড়ি এলাকা ঢেকে যায় বরফের চাদরে। আভা প্রদেশে এমন তুষারপাতকে বিরল ঘটনাই বলছে আবহাওয়া অফিস।

এর আগে, গেল মাসেও সৌদির উপকূলীয় এলাকা আসির এ তুষারপাত হয়। মরু এলাকায় প্রকৃতির এমন বিচিত্র খেয়ালে বিস্মিত দেশটির আবহাওয়াবিদরা।

ইউএইচ/

Exit mobile version