Site icon Jamuna Television

ডাকাত ধরতে বলিভিয়ায় ঘটলো নাটকীয় ঘটনা!

ডাকাত ধরতে বলিভিয়ায় ঘটলো নাটকীয় ঘটনা!

ডাকাতি করে পালানোর সময় পাঁচজনকে নাটকীয়ভাবে ধরে ধোলাই দিয়েছে বলিভিয়ার একটি শহরের বাসিন্দারা। বৃহস্পতিবার বলিভিয়ার এল আতো শহরে এ ঘটনা ঘটে।

সকালের দিকে একটি বাড়িতে ডাকাতির ঘটনা টের পায় প্রতিবেশিরা। খবর দেয়া হয় পুলিশে। কিন্তু পুলিশ আসার আগেই, গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। কিন্তু লাঠিসোটা নিয়ে গাড়িটিকে ধাওয়া দেয় জনতা। এক পর্যায়ে চলন্ত গাড়ি উল্টে ফেলে তারা। ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করেও বাঁচতে পারেনি।

অবশ্য পুলিশ এসে পড়ায়, প্রাণ রক্ষা হয় তাদের। পরে ক্ষুব্ধ মানুষজন, ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি পুড়িয়ে দেয়। ধাওয়া করে ডাকাতদের ধরা ও পিটুনির ভিডিওফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Exit mobile version