Site icon Jamuna Television

গাজীপুরে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন

গাজীপুরে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন

গাজীপুরের কালিয়াকৈরে সুদের টাকা না পেয়ে বিধমা মা ও মেয়েকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ৫ বছর আগে অভাব-অনটনের সংসার চালাতে স্থানীয় গফুর ড্রাইভারসহ কয়েকজনের কাছ থেকে সুদে টাকা নেন মমতাজ বেগম নামে এক নারী। সুদের অর্থ ঠিক সময়ে দিতে না পারায় তাকে বাড়ির সামনে একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে মারধর করে অভিযুক্তরা।

এ সময় তাকে বাঁচাতে দশম শ্রেণীর মেয়ে এগিয়ে গেলে তাকেও গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। এছাড়া ছোট মেয়েকেও ধরার চেষ্টা করলে পালিয়ে যায় সে। ট্রিপল নাইন এ পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যকে ফোন দিয়ে ঘটনাটি জানায় মেয়েটি। পরে ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে বিধবা মা ও মেয়েকে উদ্ধার করে।

এ ঘটনায় মমতাজ বেগম বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেছে।

Exit mobile version