Site icon Jamuna Television

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভারত

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভারত

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান। ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লিও। দেশটির উত্তরাঞ্চলেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে।

ভূমিকম্পের প্রভাবে দিল্লি ও আশপাশের এলাকায়ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে সড়কে বেরিয়ে আসেন।

এছাড়া ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের বেশকিছু শহরেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পেশাওয়ার ও পূর্ব অঞ্চলের শহর লাহোরেও ভূমিকম্প হয়েছে।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে।

Exit mobile version