Site icon Jamuna Television

আল জাজিরার রিপোর্ট থেকে মানুষের দৃষ্টি সরাতে জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিলের চক্রান্ত: রিজভী

ফাইল ছবি।

সরকার আল জাজিরার রিপোর্ট থেকে দেশের মানুষের দৃষ্টি সরাতে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের চক্রান্ত করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের উদ্যোগ ও তারেক জিয়াকে দণ্ড দেয়ার প্রতিবাদে সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, জিয়াউর রহমানের বীরত্ব মহাকাব্যের মত। জিয়া টিকে থাকবেন শতাব্দীর পর শতাব্দী।

চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লা আমান বলেন, জিয়ার খেতাব কেড়ে নেয়ার চেষ্টা করা হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। রাজপথে ফয়সালা করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার কোন অধিকার নেই। সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

Exit mobile version