Site icon Jamuna Television

নির্বাচনের পোস্টার টানানোকে কেন্দ্র করে সংঘর্ষ

নির্বাচনের পোস্টার টানানোকে কেন্দ্র করে সংঘর্ষ

রাজশাহীর চারঘাট পৌর নির্বাচনে পোস্টার টানানোকে কেন্দ্র করে বড় দু’দলের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৩ জন।

সকালে উপজেলা সদরে পোস্টার টানাতে যায় বিএনপি প্রার্থীর সমর্থকরা। অভিযোগ-এসময় তাদেরকে বাধা দেয় আওয়ামী লীগ প্রার্থীর অনুসারীরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা-ধাওয়ার একপর্যায়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি তুষার আল মামুনসহ তিনজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version