Site icon Jamuna Television

মাঠ থেকেই যেন বিদায় নিতে পারে ক্রিকেটারা, এটাই প্রত্যাশা রাজ্জাকের

অনেক ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। করেছেন দেশের জন্য অনেক কিছু। তার পরও বেশিরভাগ সময়ই মাঠ থেকে বিদায় নিতে পারেনি বেশির ভাগ ক্রিকেটারই।

বিদায় বেলায় জাতীয় দলের সাবেক হয়ে যাওয় স্পিনার আব্দুর রাজ্জাক বললেন, আমরা আমা করবো ভবিষ্যতে যেন ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারে সেই ব্যবস্থা করা উচিত। কারণ একজন খেলোয়াড় তো দেশের জন্যই খেলে। সব সময় দেশের জন্যই ভালো কিছু করার চেস্টা করে আর যাবার বেলায়ও তাকে সেই সম্মানটা দেয়া উচিত।

৩৮ বছর বয়সী আব্দুর রাজ্জাক সর্বশেষ মাঠে নেমে ক্রিকেট খেলেছিলেন করোনার আগে মাঠে গড়ানো প্রিমিয়ার লিগের একমাত্র রাউন্ডে। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও টি টোয়েন্টি ৩৪টি।

Exit mobile version