Site icon Jamuna Television

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবসের শোভাযাত্রায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তিনি পাকিস্তানের পক্ষে কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শোভাযাত্রায় বেতারের কর্মকর্তা, শিল্পী, কলাকুশলী এবং বেসরকারি এফএম রেডিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ইউএইচ/

Exit mobile version