Site icon Jamuna Television

২৪ ক্যারেট স্বর্ণের তৈরি ডোনাট!

২৪ ক্যারেট স্বর্ণের তৈরি ডোনাট! মিলছে থাইল্যান্ডের একটি বেকারিতে।

এতে আরও আছে, মাদাগাস্কার ভ্যানিলা বিনসের তৈরি ক্রিম আর বহুমূল্যের শ্যাম্পেনের মিশ্রণ দিয়ে তৈরি ডোনাটটি। সাথে ওপরে ছড়ানো স্বর্ণের ফ্লেক্স। দামি ছুরি আর কাঁটাচামচ সমেত গিফট বক্সে মোড়ানো একেকটি ডোনাটের দাম ১৩০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার টাকারও বেশি।

প্রতিদিন এমন প্রায় ১০টি ডোনাট বিক্রি করছে বেকারিটি। লক্ষ্য- দেশের বিলাসবহুল ব্র্যান্ডের খেতাব অর্জন।

ইউএইচ/

Exit mobile version