Site icon Jamuna Television

মৌলভীবাজারে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, সিলেটের সাথে রেল যোগাযোগ শুরু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হয়েছে। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ শুরু হয়েছে।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আজ বেলা ২টার সময় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রমকালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি বলেন, আড়াইটার দিকে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে বগি উদ্ধার করা হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ শুরু হয়।

ইউএইচ/

Exit mobile version