Site icon Jamuna Television

দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩০০ রান, হাতে রয়েছে ৪ উইকেট

চার ম্যাচ সিরিজের ২য় টেস্টে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০০ রান করেছে ভারত। ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রোহিত শর্মা। টস জিতে ব্যাট করতে নেমে দিনের ২য় ওভারে প্রথম হোঁচট খায় স্বাগতিকরা। ওলি স্টোনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন শুভমান গিল। পুজারা ২১ রান করে লিচ ও কোহলি কোন রান করেই মঈন আলীর শিকার হন। একপ্রান্তে রোহিত শর্মা আগ্রাসী ইনিংস খেলে

তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১৬১ রান করে জ্যাক লিচের স্পিনে ফেরেন রোহিত। এছাড়াও ৬৭ রান করেছেন আজিঙ্কা রাহানে। আর ৩৩ রান করে অপরাজিত আছেন রিশাব পন্থ।

সিরিজের প্রথম টেস্টে ইংলিশদের কাছে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পায় ভারত। ভারত তিন ও ইংল্যান্ড চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে এই টেস্টে।

Exit mobile version