Site icon Jamuna Television

বরফে রূপ নিয়েছে টেমস নদীর একাংশ

সপ্তাহব্যাপী তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় জমাট বরফে রূপ নিয়েছে লন্ডনের টেমস নদীর একাংশ। ৬০ বছরে প্রথমবার এমন পরিস্থিতির সাক্ষী হলেন ব্রিটিশরা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে, পাতলা বরফের ওপর ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে শীতের পাখিদের। বাল্টিক অঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় টেডিংটন লক এলাকায় নদীর পানি জমে যাওয়ায় দেখা মিলছে মনোমুগ্ধকর এ দৃশ্যের। এলাকাটিতে টেমস নদীর পানি তেমন স্রোতশীল নয় বলে তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

শেষবার ১৯৬৩ সালে ২শ’ বছরের মধ্যে রেকর্ড নিম্ন তাপমাত্রায় বরফ শুভ্র রূপ দেখা গিয়েছিল নদীটির।

ইউএইচ/

Exit mobile version