Site icon Jamuna Television

পলিন কাউসারের পরিচালনায় আসছে স্মরণীর ‘কিছু আবদার’

পলিন কাউসারের পরিচালনায় প্রথম মৌলিক গান ‘কিছু আবদার’ নিয়ে আসছেন কণ্ঠশিল্পী স্মরণী সরকার। দীর্ঘদিন ধরেই এই শিল্পী সঙ্গীতের সাথে সম্পৃক্ত থাকলেও এই প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। পরিচালক পলিন কাউসারের ‘ছবিঘর’র ব্যানারে মুক্তি পাবে কিছু আবদার গানটি। গানের রেকর্ডিং সম্পন্ন হওয়ায় ভিডিও নির্মাণের কাজ শুরু হবে খুব শিগগিরই।

গানের বিষয়ে স্মরণী সরকার জানান, ‘কিছু আবদার’ গানটি লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ্। সঙ্গীত পরিচালনায় ছিলেন এহসান রাহি এবং সঙ্গীতায়োজন করেছেন ইয়াজদানি।

স্মরণী আরও জানান, ‘কিছু আবদার আমার প্রথম মৌলিক গান। আশা করছি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। মিষ্টি প্রেমের এই গানটির চিত্রনাট্য ও চিত্রায়নের সকল প্রস্তুতি মোটামুটি শেষ। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় দেখা যাবে গানটি।’

পরিচালকের বিষয়ে স্মরণী বলেন, ‘আমার এই গানের মিউজিক ভিডিও পরিচালনা করছেন কবি ও নির্মাতা পলিন কাউসার ভাই। গান প্রচার হবার পর এর ভালোমন্দ সব কিছুই বিচারের দায়ভার দর্শকদের ওপর থাকবে।’

স্মরণী বলেন, ‘আমি শখের বশত গান করি। তবে গানের সাথে আমার সম্পৃক্ততা আগে থেকেই। আমি ছায়ানটে দীর্ঘদিন ধরে গান করেছি। অনেকদিন একটা বিরতিতে থাকার পরে আবারও গানে নিয়মিত হওয়ার চেষ্টা করছি।’

মিউজিক ভিডিওর বিষয়ে নির্মাতা পলিন কাউসার জানান, ‘চলতি মাসেই ময়মনসিংহ শহরের বেশ কিছু জায়গায় মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হবে। এতে মডেল হিসেবে থাকবেন গায়িকা স্মরণী সরকার এবং নাহিদ। এই মুহূর্তে মিউজিক ভিডিওর প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও শিল্পী।’

তবে গানের বিষয়ে দারুণ আশাবাদী নির্মাতা পলিন। তিনি বলেন, ‘সবমিলিয়ে গানটি অসাধারণ হবে। কারণ এর টিউন আর লিরিকও বেশ। সেইসাথে স্মরণীর গলায় গানটি খুব মানানসই লেগেছে বলেই এর চিত্রনাট্য ও পরিচালনায় হাত দিয়েছি। শুটিং ঢাকায় করছি না। খুব তাড়াতাড়ি কাজ শেষ করে প্যানেলে কাটাকুটির জন্যে বসবার ইচ্ছে আছে।’

Exit mobile version