Site icon Jamuna Television

চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

চতুর্থ ধাপে দেশের ৫৫ পৌরসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ। রোববার সকাল আটটায় শুরু হওয়া ভোট টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই কেন্দ্রে-কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। নির্বাচনে ৩০টি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন, ইভিএম-এ ভোট হচ্ছে। বাকিগুলোতে ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।

এদিকে, কেন্দ্রে-কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি টহলে আছে র‍্যাব-বিজিবি।

ইউএইচ/

Exit mobile version