Site icon Jamuna Television

টটেনহ্যামকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো ম্যানসিটি

টটেনহ্যামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো ম্যানচেস্টার সিটি। শুরু থেকে বলের দখল ও আক্রমণে সিটি এগিয়ে থাকলেও প্রথম ভালো সুযোগ পায় টটেনহ্যাম। ১৪ মিনিটে হ্যারি কেইনের বাঁকানো ফ্রি কিক পোস্টে বাধা পায়।

২১তম মিনিটে রদ্রির সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫০ মিনিটের ব্যবধানে স্কোর বাড়ান গুনডোগান। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন গুনডোগান।

এদিকে, সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৫ ম্যাচ জিতলো সিটি। লিগে এটি তাদের টানা একাদশ জয়।

ইউএইচ/

Exit mobile version