Site icon Jamuna Television

আফগানিস্তানে গ্যাস ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণ, দগ্ধ কমপক্ষে ৬০

আফগানিস্তানের হেরাত প্রদেশে গ্যাস ট্যাংকার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। দগ্ধ হয়েছে কমপক্ষে ৬০ জন, যাদের মধ্যে গুরুতর ১০ জন।

আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক ট্রাক। শনিবার ইরান সীমান্তবর্তী কাস্টমস পয়েন্টে হয় এ দুর্ঘটনা।

কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সহায়তা চাওয়া হয় ইরানের কাছে। স্থানীয়রা জানায়, মোটা কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। বহুদূর থেকেও দেখা যায় ধোঁয়া। ভয়ে এলাকা ছেড়ে পালায় বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও।

এদিকে, হেরাতের ৬০ শতাংশ এলাকায় তৈরি হয় ব্ল্যাকআউট। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ইউএইচ/

Exit mobile version