Site icon Jamuna Television

তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা উইন্ডিজ

তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা উইন্ডিজ। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে উইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ৮ উইকেটে ১১৪ রান।

ঢাকা টেস্টের ১৫৪ রানের লিড নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে উইন্ডিজ। ৩ উইকেটে ৪১ রানে তৃতীয় দিন শেষ করেছিলো তারা। দিনের শুরুতেই নাইটওয়াচম্যান ওয়ারিকানের উইকেট তুলে নেন আবু জায়েদ রাহি। এর একটু পরেই রাহির দ্বিতীয় শিকারে পরিণত হন মায়ারস।
আর ব্লাকউডকে স্ট্যাম্পড করেন তাইজুল। ইনিংসে এটি তার দ্বিতীয় শিকার।

২০ রান করা জসুয়া ডি সিলভাকে নিজের তৃতীয় শিকার বানান তাইজুল। প্রথম সেশনে ৫৭ রান তুলতেই ৩ উইকেট হারায় উইন্ডিজ। তাদের ৪০৯ রানের জবাবে ২৯৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

ইউএইচ/

Exit mobile version