Site icon Jamuna Television

বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, জানালেন কাদের

ফেসবুক থেকে।

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দুই উৎসবকে ঘিরে আজ জোড়া উৎসবের আমেজ। ‘আজই বসন্ত জাগ্রত দ্বারে’। ভালোবাসার এই দিনে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সেটার জানান দিতে ভুল করেননি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ভালোবাসা দিবসে নিজের প্রোফাইলে ১৯টি চমৎকার ছবি আপলোড করেন কাদের। ক্যাপশনে মন্ত্রী লিখেছেন- বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন। অর্থাৎ যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসারও কোন ঠাঁই নেই।

মুজিব কোটের সাথে সাদা পাঞ্জাবীর সাথে ছবিগুলো বিভিন্ন জায়গায় তোলা। কোন ছবিতে তাকে দেখা যায় ফুল বাগানে হাসিমুখে দাঁড়িয়ে, কোথাও বা চিরায়ত হাঁটার ভঙ্গিতে। কয়েকটি ছবিতে সেতুমন্ত্রীকে দেখা গেছে আকাশের দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে আছেন। আবার কোনটায় দেখা গেছে নিচের দিকে তাকানো ভাবুক ওবায়দুল কাদেরকে।

Exit mobile version