Site icon Jamuna Television

সাকিব না থাকায় ভারসাম্য রেখে দল সাজানো খুবই কঠিন হয়েছে: মুমিনুল

কুঁচকির ইনজুরির কারণে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর আর মাঠে নামা হয়নি সাকিবের। নিউজিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছে না এই তারকা ক্রিকেটারের। তবে তার অনুপস্থিতিতে দুটি টেস্টই হেরেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে ক্যারিবীয়দের কাছে ১৭ রানে হেরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

দলে থাকা সিনিয়র বা জুনিয়র কেউই ভালো করতে পারেনি এ নিয়ে হতাশায় ভুগছে জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি বলেন, সাকিব ভাইকে বেশ মিস করেছি পুরো সিরিজে। উনি থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকমও হতে পারতো। তিনি বলেন, সাকিব ভাই দুইয়ের মধ্যে এক। বলতে গেলে কমপ্লিট প্যাকেজ। উনি না থাকলে অধিনায়ক হিসেবে ভারসাম্য রেখে দল সাজানো খুবই কঠিন ব্যাপার।

এসময় তিনি আরও বলেন, যখন হারবে তখন সেটি হতাশাজনকই হবে। হারলেও এই সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার রয়েছে। মিরাজ ব্যাট এবং বল হাতে ভালো পারফর্ম করেছে, তামিম ভাই ফিফটি করেছে, মুশফিক ভাই ফিফটি করেছে। আমাদের দুই ওপেনার যখন ভালো শুরু এনে দিয়েছিল, ভেবেছিলাম এই রান আমরা তাড়া করে জিততে পারব।

দ্বিতীয় টেস্টে উইন্ডিজের দেওয়া ২৩১ রান তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২১৩ রানেই অল আউট হয় বাংলাদেশ।

Exit mobile version