Site icon Jamuna Television

আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে র‍্যালির আয়োজন

আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে এবং সচেতনতা বৃদ্ধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় র‍্যালির আয়োজন করেছে। সোমবার সকাল ৯টায় র‍্যালিটি বের হয়।

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশুমৃত্যুর হারে ক্যান্সার বড় প্রভাবক। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী বাংলাদেশে এই রোগের নিরাময় সম্ভব। এক্ষেত্রে দক্ষ এবং বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে বিএসএমএমইউর কাজ করে যাচ্ছে।

তবে সাধারণ মানুষের মাঝে শিশু ক্যান্সার নিয়ে কুসংস্কার এখনো বিরাজমান আছে যা রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরুতে দেরি করছে। ভ্রান্ত ধারণা পরিবর্তন করতে হলে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই বলে মনে করেন চিকিৎসকরা।

Exit mobile version