Site icon Jamuna Television

ভালোবাসা দিবসেই বিয়ের পিঁড়িতে বসলেন নাসির

অবশেষে ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসেছেন ক্রিকেটের ‘ব্যাডবয়’ খ্যাত নাসির হোসেন। রোববার রাজধানীর উত্তরায় এক রেস্টুরেন্টে তামিমা তাম্মি’র সাথে গাঁটছড়া বাঁধেন জাতীয় দলের এই ক্রিকেটার।

জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ ছিলেন নাসির হোসেন। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নাসির। ফিটনেস টেস্টে ফেল করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও সুযোগ হয়নি তার। সম্প্রতি আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের হয়ে খেলে এসেছেন ফিনিশার খ্যাত নাসির।

এরপর ফিরেই ভালোবাসা দিবসে বিয়ে করেন তিনি। কনে তামিমা তাম্মি পেশায় কেবিন ক্রু। কাজ করেন বিদেশী একটি এয়ারলাইন্সে।

Exit mobile version