Site icon Jamuna Television

‘নিকোলোডিন কিডস চয়েস অ্যাওয়ার্ডস ২০২০’ উৎসর্গ করা হলো সুশান্তকে

‘নিকোলোডিন কিডস চয়েস অ্যাওয়ার্ডস ২০২০’ উৎসর্গ করা হলো সুশান্তকে

সুশান্ত সিং রাজপুত, চলে গেছেন প্রায় ৮ মাস হলো। কিন্তু স্মৃতির পাতায় আজও উঁকি দেয় সুশান্তের স্মৃতি। সুশান্ত অভিনীত সিনেমা ‘ছিছোড়ে’ কেড়ে নিয়ে ছিল ছোট থেকে বড় সব দর্শকদের হৃদয়। তাইতো ‘নিকোলোডিন কিডস চয়েস অ্যাওয়ার্ডস ২০২০’-এ সেরা সিনেমার পুরস্কারটিও এসেছে ছিছোড়ে’র ঝুলিতে।

আজ সুশান্ত নেই। তবে তাকে ভোলেননি ‘ছিছোড়ে’টিম। ঝুলিতে আসা পুরস্কারটি প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালা উৎসর্গ করেছেন সুশান্তকে।

সাজিদের প্রযোজনা সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়েছে। লেখা হয়েছে, আমাদের সুশান্ত সিং রাজপুতকে এই অ্যাওয়ার্ডটি উৎসর্গ করা হলো। তোমার জন্য অনেক ভালবাসা রকস্টার।

Exit mobile version