Site icon Jamuna Television

ন্যান্সির মামলায় জামিন পেলেন আসিফ আকবর

ন্যান্সির মামলায় জামিন পেলেন আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সেই মামলায় জামিন পেয়েছেন আসিফ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আসিফের জামিনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী রেজাউল কবির আনার। তিনি জানান, সংগীতশিল্পী আসিফ আকবর বিজ্ঞ আদালতে হাজির হলে বিচারক বিশেষ বিবেচনায় তার জামিনের নির্দেশ দেন।

Exit mobile version