Site icon Jamuna Television

ভারতে কৃষক আন্দোলন সমর্থন করে গ্রেফতার ২২ বছর বয়সী তরুণী

ভারতে কৃষক আন্দোলন সমর্থন করে গ্রেফতার ২২ বছর বয়সী তরুণী

কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা থুনবার্গের পোস্টকৃত ‘টুলকিট’ শেয়ার মামলায় গ্রেফতারের পর পরিবেশবাদী দিশা রবিকে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। রোববার ২২ বছর বয়সী এই তরুণীকে আদালতে তোলা হয়।

দিল্লি পুলিশের অভিযোগ, গুগলের ডক ফাইলটির মূল লেখক ও প্রচারক দিশা। যার পেছনে ইন্ধন যোগাচ্ছে পাঞ্জাব ভিত্তিক সশস্ত্র সংগঠন ‘খালিস্তান গ্রুপ’।

পুলিশ জানায়, ঐ টুলকিটে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় লড়াই বাঁধানোর মতো উসকানিমূলক বক্তব্য রয়েছে।

ফেব্রুয়ারির ৪ তারিখ কৃষক আন্দোলন নিয়ে গ্রেটা’র পোস্ট করা টুলকিটের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বেশ কয়েকজন আইনজীবী ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ৩টি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে গেলো চার মাস ধরে উত্তাল ভারত।

Exit mobile version